নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে মোঃ সাব্বির হোসেন ফরাজীর নেতৃত্বে সুবিদখালী সরকারি কলেজ ক্যম্পাস এবং কলেজের সম্মুখের রাস্তাঘাট পরিস্কার করা হয়।
এসময় আল-আমীন মল্লিক, রাইছুল মল্লিক, সজীব, তারেক ফরাজী, আকাশ, সাগর প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরাও এ পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এবিষয়ে মোঃ সাব্বির হোসেন ফরাজী বলেন, জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দেশের সহিংসতা লুটপাট ও জনগনের নিরাপত্তার স্বার্থে এবং নতুন করে দেশ গড়ার লক্ষ্যে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান। এরই ধারাবাহিকতায় এবং পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ এর নির্দেশে আমরা আজকে সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করি।
এসময় সাব্বির হোসেন আরো বলেন, দেশকে নতুন করে সাজাতে সবাই একত্রে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।