পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের ঝাউবন এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পূর্বদিকে ঝাউবন এলাকায় অজ্ঞত লাশ দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দেয়। পরে কুয়াকাটা নৌ-পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনা স্থানে গিয়ে লাশ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী আঃ বারেক বলেন, হেঁটে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে এদিক ওদিক তাকিয়ে দেখি একটি লাশ পরে আছে। তারপর নৌ-পুলিশকে খরব দেই।
নৌ-পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমি খবর পাওয়া মাত্র সংগীয় এস আই (নিঃ) মোঃ মাহাবুব আলম ও ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে লাশের ছবি তুলে- পরিচয় উদঘাটন করার জন্য চেষ্টা করি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, কোনো জেলে হতে পারে। তবে বেশ কয়েকদিন আগে মৃত্যু হয়েছে বলে শরীরের চামড়া খসে গিয়েছে।
এবিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার জানান, কুয়াকাটা সৈকত থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। এখনি পরিচয় নিশ্চিত করা যায়নি। কুয়াকাটা নৌ-পুলিশ বাদী হয়ে মহিপুর থানায় অপমৃত্যু মামলা (নং ১৪/২৪) দায়ের করেন। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।