মোঃ যুবরাজ মৃধা, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকি উপজেলায় গাঁজাসহ মোঃ শাকিল (২২) ও মো: মশিউর রহমান (২৪) নামে দু’জনকে আটক করেছে দুমকি থানা পুলিশ।
(৭ মে) মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গ্রামীণ ব্যাংক সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ শাকিল ও এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ মশিউর রহমান।
উভয়ের কাছ থেকে সমানভাগে মোট ২০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদেরকে কোর্ট সোপর্দ করা হবে।