মোঃ যুবরাজ মৃধা, পটুয়াখালী: বিশ্ব গনমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রনয়ন ও সাইবার সিকিউরিটি আইন সংশোধনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পটুয়াখালীর গনমাধ্যম কর্মীরা। শুক্রবার (৩মে) বেলা ১২টায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে একত্রিত হন নবীন ও প্রবীণ সাংবাদিকরা।
পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জি, সাবেক সভাপতি জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি জালাল আহমেদ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের অধিকার সংরক্ষণের জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি। দেশে চার হাজারের বেশি পত্রিকা রয়েছে তবে সাংবাদিক রয়েছে কয়েকগুণ এর প্রতিকার প্রয়োজন। কয়েক ধাপে ওয়েস বোর্ডের কার্যক্রম পরিচালিত হলেও মফস্বল সাংবাদিকরা বেশিরভাগই ওয়েস বোর্ডের আওতায় আসেনি। আমরা সরকারের কাছে আজকের দিনটিতে দাবি জানাচ্ছি যেনো মফস্বলের সাংবাদিকদের জন্য ওয়েস বোর্ড বাস্তবায়ন করা হোক।