1. newsptkofficial@gmail.com : নিউজ পটুয়াখালী : নিউজ পটুয়াখালী
  2. info@www.newspatuakhali.com : নিউজ পটুয়াখালী :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন

বর্জন করা উচিত পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন !

মাসুম আহমেদ মীরা, নিউজ পটুয়াখালী :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

মাসুম আহমেদ মীরা, নিউজ পটুয়াখালী :  শুক্রবার (৩ মে) সন্ধ্যায় রাসেল মীরা নামের এক ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেন, পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন ২০২৪ এ সদর উপজেলাধীন ১২ নং বড়বিঘাই ইউনিয়নের জনসাধারণের উচিত এ নির্বাচন বর্জন করা। বিগত বছরগুলোতে উক্ত উপজেলা পরিষদ নির্বাচন এ ইউনিয়নের কোন কাজে আসছে না। ভবিষ্যতেও আসবে কিনা সন্দেহ আছে!

 

ভিডিওতে বলতে শোনা যায়, পটুয়াখালী সদর উপজেলা ২০২৪ এর নির্বাচন খুবই নিকটে। ১২ নং বড়বিঘাই ইউনিয়নের সকল জনসাধারণের উচিত এ নির্বাচনকে বর্জন করা। কারন প্রতি ৫ বছর পরে যখন একজন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসেন। তারা আসলে নির্বাচিত হওয়ার পরে ৫ বছরের মনে একবারে ঘুমিয়ে যায়। ৫ বছরের মধ্যে তাদের কোন দেখাই পাওয়া যায় না। ৫ বছর পর যখন নির্বাচন আসে তখন তার ঘুম থেকে জাগ্রত হয়। তাদের এই ৫ বছরে চুরি করা অর্থ আমাদের ইউনিয়নের কিছু সুবিধাবাদী ও খারাপ প্রকৃতির লোকদের কিছু অর্থ দিয়ে তাদেরকে কিনে নেয় এবং নতুনভাবে তারা নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখে। আসলে এক কথায় আমাদের ইউনিয়নের জন্য কোন উপজেলা পরিষদ নেই। তাই জনসাধারণকে বলছি এ নির্বাচন আমাদের কোন কাজে আসে না।

 

যারা এখন প্রার্থী হয়েছেন, তারা অনেকেই হয়তো তাদের দায়িত্ব সম্পর্কে জানেন না। আমাদের ইউনিয়নে যারা জনসাধারণ আছে, একজন উপজেলা চেয়ারম্যান আমাদের কি কি সুযোগ সুবিধা দেবে সে সম্পর্কে তারা জানেন না। দেখা যায় অনেকে নির্বাচনের প্রচারণার সময় এসে বলে আমাদের কাছে তেমন কোন কাজ নেই। সব কাজ এমপির মারফতে আসে। এরাই আসলে বেশি ধোঁকা দেয়। একজন উপজেলা চেয়ারম্যানের আওতাভুক্তে যেসব কাজ থাকে আসলে আমাদের এ ইউনিয়নের জন্য তারা কিছুই করে না।

 

এ বিষয় জানতে রাসেল মীরা’কে একাধিকবার কল করে এবং টেক্সট পাঠিয়েও তার কোন সাড়া পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ ৩য় ধাপে (২৯ মে) অনুষ্ঠিত হবে পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন। এতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪ জন। মনোনীত প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মিজানুর রহমান মনির খান ও মোঃ রেজাউল করিম সোয়েব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত