মোঃ যুবরাজ মৃধা, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে পৌর ইমাম কমিটির উদ্যোগে দেশের মহামারী পরিস্থিতি ও বিপর্যস্ত সকলের শন্তি কামনায় আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮ টায় উপজেলার ঐতিহ্যবাহী বাউফল পাবলিক মাঠে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে এ নামাজ আদায় করা হয়। সাবেক চীপ হুইপ, জাতীয় সংসদ সদস্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা কমিটির সভাপতি আ স ম ফিরোজ উপস্থিত থেকে এই নামাজ আদায় করেন।
উপজেলা শাহী জামে মসজিদের পেশইমাম মাওলানা আবদুর রহমান এ নামাজে ইমামের দায়িত্ব পালন করেন এবং খুতবা পাঠ করেন উপজেলা জামে মসজিদের পেশইমাম মাওলানা মোহাম্মদ হাবিবউল্লাহ।
এসময় বৃষ্টির জন্য এবং প্রচন্ড তাপদাহে প্রাণীকুলের স্বস্তি ও শান্তি কামনায় স্থানীয় বাউফল সরকারি কলেজের পেশইমাম মাওলানা মোহাম্মদ সাজাহান ধর্মপ্রাণ মুসুল্লিদের নিয়ে কান্নাজড়িত কন্ঠে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।